নিজস্ব প্রতিবেদক
পাথরঘাটায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন ভাই হলেন— মো. নাঈমুজ্জামান খান ওরফে শুভ (২২),মো. শান্ত খান (১৪),মো. নাদিম খান (৮)। তাঁরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে । স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিন ভাই তাদের খালার বাড়িতে ঈদের উপহার নিয়ে যাচ্ছিলেন। তবে সেই আনন্দযাত্রাই শেষ যাত্রা হয়ে গেল তাদের জন্য। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। নিহতদের পরিবার জানায়, চার ভাইয়ের মধ্যে ছোটবেলায় পানিতে ডুবে মারা যায় একজন। শনিবার একসঙ্গে সড়ক দুর্ঘটনায় চলে গেল বাকি তিন ভাই। পরিবারের সদস্যদের কান্নায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে আটক করেছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনো পরিবারের জীবনে নেমে না আসে, সেই প্রত্যাশা সকলের। সড়ক যেন আর কোনো পরিবারের স্বপ্ন কেড়ে না নেয়, সেই আহ্বান জানাচ্ছে এলাকাবাসী।