বরিশাল:
নগরীতে জমি দখলের ঘটনায় মহানগর বিএনপির দুই নেতা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমে বক্তব্য দিয়ে মিথ্যাচার করার অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। তাদের
<span;>অভিযোগ রাজনৈতিক প্রতিহিসংসার জেরে নিজ দলের লোকেরাই তাদের বিরুদ্ধে এমন মিথ্যাচার করছেন। আর এর পেছনে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের সম্পৃক্ততার অভিযোগ করেছেন তারা।
<span;>রোববার বিকেলে সাড়ে ৫টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, মাহফুজুর রহমান খান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।
<span;>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ মে শুক্রবার নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ সংলগ্ন একটি বিরোধপূর্ণ জমিতে বালু ভরাট এবং দখলের ঘটনা ঘটে বলে গণমাধ্যমে আমরা জানতে পারি। আমরা দেখতে পাই ওই ঘটনায় জনৈক মেহেদি হাসান নামের ব্যক্তি আমাদের নাম উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে।
<span;>অথচ এই জমির বিষয়ে আমরা কিছুই জানি না। এমনকি আমরা ঘটনাস্থলের আশপাশেও ছিলাম, এমন প্রমাণ কেউ দিতে পারবে না। কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে, আমরা ঘটনাস্থলে ছিলাম, তাহলে আমরা যেকোনো ধরনের শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।”
<span;>জসিম উদ্দিন খান বলেন, “মেহেদি হাসান রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এটা সুস্পষ্টভাবে অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা কোনোভাবেই জমি দখলের ঘটনায় জড়িত নই।”
<span;>মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন বা জমি দখলের ঘটনায় আমরা কখনোই জড়িত ছিলাম না। আমাদের নাম এভাবে সংযুক্ত করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা আমাদের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করছে বলে মন্তব্য করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান।
<span;>সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরাই আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি যেসব অনলাইনে মাধ্যমে আমাদের জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে সেইসব রিপোর্ট সেই নেতারাই আবার ফেসবুকে শেয়ার করছেন। তাদের মধ্যে একজন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। তিনি যাদের নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এক টেবিলে তাদের ভূড়িভোজের ছবিও আমাদের কাছে রয়েছে।
<span;>তারা দাবি করেন, সামনে মহানগর বিএনপির কমিটি। এ কারণেই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে প্রতিপক্ষরা ফায়দা লোটার চেষ্টা করছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃতি সত্য গণমাধ্যমে তুলে ধরার দাবি জানান বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল নেতা।