বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশে অভিযানে ১০কেজি গাজাসহ আটক ১।
আটককৃত হলেন উত্তর ফুলহাতা, তালুকদার বাড়ী,বহরবুনিয়া, মোড়লগঞ্জ, বাগেরহাট জেলার মিলন তালুকদার ছেলে নয়ন তালুকদার (১৯)।
২০মে মঙ্গলবার রাত ১১টার সময় বরিশাল এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ১০কেজি গাজাসহ একজনকে আটক করে।
থানা সূত্রে জানাযায় যায় থানার এসআই মোঃ তারিকুজ্জমান এবং এএসআই/মোঃ আজমল উদ্দিন ঠাকুর সাঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল—৪ ডিউটি করা কালীন রাত অনুমান ১১.০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ডে বানাড়ীপাড়া গামী মাহেন্দ্র গাড়ীর জন্য ০১ জন ব্যক্তিকে হাতে একটি নীল রঙ্গের ড্রাম সহ অপেক্ষা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় এস আই মোঃ তারিকুজ্জামান সাঙ্গীয় ফোর্সসহ জিজ্ঞাসাবাদের জন্য উক্ত ব্যক্তির নিকট গেলে সে পুলিশের আগমন টের পেয়ে ড্রামসহ কৌশলে পালানোর চেষ্টা কালে এসআই মোঃ তারিকুজ্জামান উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তার হেফাজত (হাত) হতে কালো রংয়ের ঢাকনাসহ নীর রংয়ের একটি ড্রাম তল্লাশি করে ড্রামের মধ্যে পেস্ট রংয়ের ১০ টি পলিথিনের প্যাকেট পান।
আটককৃত মাদক ব্যবসায়ী বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃজাকির হোসেন বলেন সমাজের মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক দ্রব্য রোধ করা বর্তমান সময়ে একটা বড় চ্যালেঞ্জ। পুলিশ কমিশনার এর সার্বিক দিক নির্দেশনায় প্রতিনিয়ত এয়ারপোর্ট থানা পুলিশ মাদক উদ্ধার অভিযানে কাজ করে। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। গ্রেফতারকৃত আসামী এয়ারপোর্ট থানা হাজতে আছে।তাকে আদালতে প্রেরণ করা হবে।