1. live@www.thedailydokhinershomachar.com : দৈনিক দক্ষিণের সমাচার : দৈনিক দক্ষিণের সমাচার
  2. info@www.thedailydokhinershomachar.com : দৈনিক দক্ষিণের সমাচার :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
একজন দক্ষ ও মানবিক জেলা প্রশাসক মোঃদেলোয়ার হোসেন বরিশালে বিপুল পরিমাণ জালনোটসহ আটক ১ বরিশালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটে নেওয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক বরিশালে প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোক্তাদের প্রশিক্ষন কর্মশালা বরিশাল নগরীর চাঁদমারীতে খাল দ*খ*ল করে বিএনপি নে তার দোকান নি র্মা ণ নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন; সভাপতি মুরাদ,সাধারন সম্পাদক কাওছার বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের সফল অভিযানে ১০ কেজি গাঁজা সহ আটক ১ বাকেরগঞ্জে মামলা তুলে না নেওয়ায় দুই শিশু শিক্ষার্থীকে মারধর বিদ্যালয়ের টিউবয়েলের পানিতে বিষ প্রয়োগ তিন শতাধিক শিক্ষার্থী আতঙ্কে

বরিশাল নগরীর চাঁদমারীতে খাল দ*খ*ল করে বিএনপি নে তার দোকান নি র্মা ণ

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
  1.  

    নগরীর চাঁদমারী খেয়াঘাট এলাকায় সরকারি খাল দখল করে দোকান নির্মাণ করছেন স্থানীয় বিএনপি নেতা ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম। কীর্তনখোলা নদীর সংযোগস্থলে অবস্থিত এ খালের মুখে গত এক সপ্তাহ ধরে চলছে নির্মাণকাজ। তবে খাল দখলের এই স্পষ্ট উদাহরণ নিয়েও বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

     

    শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, কোমর পানির মধ্যে ১০ ফুট দৈর্ঘ্যের পিলার পুঁতে নির্মাণকাজ চালাচ্ছেন ৪-৫ জন শ্রমিক। পাড়ে দাঁড়িয়ে তাদের নির্দেশনা দিচ্ছেন খেয়াঘাটের ইজারাদার ও বিএনপি নেতা কামরুল ইসলাম। উল্লেখযোগ্য যে, আগামী ৩০ জুন তার ইজারার মেয়াদ শেষ হবে এবং ১ জুলাই থেকে নতুন ইজারাদার দায়িত্ব গ্রহণ করবেন।

    স্থানীয়দের অভিযোগ, মেয়াদ শেষ হওয়ার আগেই খালের ওপর অবৈধভাবে দুটি দোকান নির্মাণের তোড়জোড় চালাচ্ছেন কামরুল। প্রায় প্রতিদিন সকাল-বিকাল তাকে নির্মাণস্থলে দেখা যাচ্ছে। বিষয়টি জানাজানি হলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি জানান, কামরুল ও তার স্ত্রী ফরিদা বেগম—যিনি মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক—রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। এমনকি নিকটবর্তী এলাকাবাসীও বিষয়টি এড়িয়ে চলছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের একটি ঘটনায় জড়িয়ে পড়ে ফরিদা বেগম দলের সাংগঠনিক পদ হারান। তবে কামরুল ইসলাম রাজনৈতিক দাপটে খাল দখলের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মহানগর বিএনপির নেতাদের অনেকেও এ ঘটনায় ক্ষুব্ধ বলে জানা গেছে।

    খাল দখলের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, “১৬ বছর আওয়ামী লীগ খেয়েছে, এখন আমাদের সময়।” পরে তিনি সাংবাদিককে চায়ের দাওয়াত দিয়ে বিষয়টি ‘মিটমাট’ করার প্রস্তাব দেন।

    এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, “খাল তো দূরের কথা, কোনো ধরনের দখলসন্ত্রাসেই জড়াতে পারবেন না আমাদের নেতাকর্মীরা। হাইকমান্ড থেকে এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

    সর্বশেষ খবরে জানা গেছে, চাঁদমারী এলাকার খাল দখলের বিষয়ে তদন্ত শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী সাংবাদিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন এবং অবৈধ দোকান অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে লাকুটিয়া খালপাড়ের মতো এখানে ‌‌‘বুলডোজার অভিযান’ চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট