এইচ এম সোহেল
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) এর আয়োজনে বরিশালে প্লাস্টিক দূষণরোধে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মে ২৫ তারিখ হতে মে ২৭ তারিখ পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর আলেকান্দায় আভাস এর প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার প্রথম দিন, ২৫ মে বরিশালের সকল রিসাইকিলিং ব্যবসায়ী, ভাঙ্গারী, প্লাস্টিক সংগ্রহকারী এবং এই সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। কর্মশালায় মোট ৩১ জন রিসাইক্লিং উদ্যোক্তা ও কর্মী অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীরা মতামত দেন যে, পুর্নব্যবহার এবং রিসাইক্লিনের জন্য যথাযথভাবে প্লাস্টিক বর্জ্য সংরক্ষন করা ব্যবস্থা গ্রহন এবং মনিটরিং এর কাঠামো তৈরি করা প্রয়োজন।
কর্মশালার তৃতীয় এবং শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব জনাব মোঃ রাজিবুল ইসলাম, বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জহুরুল ইসলাম তালুকদার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। প্রশিক্ষণ কর্মশালাতে প্রশিক্ষণ গ্রহন কারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল এবং এই প্রশিক্ষণ থেকে তারা বরিশালের প্লাস্টিক দূষন ও এর রিসাইক্লীলিং বিষয়ে সচেতন হয়েছেন বলে মত দেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষণ শেষে ৩১ জন প্রশিক্ষণপ্রাপ্তকে পেশাগত নিরাপত্তা সামগ্রী উপহার প্রদান করেন।
নারী উদ্যোক্তা নাজমুন নাহার রিনা বলেন, এই ধরনের কর্মশালা আয়োজন অত্যন্ত জরুরী তাতে করে শ্রমিকরা তাদের কাজের ব্যাপারে ধারণা পাবেন। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার রিসাইক্লিং বিশেষজ্ঞ মাহবুল ইসলাম এবং ট্রেনিং এক্সপার্ট রেজাউল করিমের পরিচালনায় এই প্রশিক্ষণ দেওয়া হয়।